+(880)-01710701915 (OFFICE) c1713@nu.ac.bd
সিলেট জেলাধীন খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত দারিদ্রক্লিষ্ট ও শিক্ষাক্ষেত্রে অনগ্রসর একটি জনপদ হলো কানাইঘাট উপজেলা। উচ্চ শিক্ষার দ্বার উন্মোক্ত করার জন্য একটি কলেজ প্রতিষ্ঠা এ এলাকার মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। কিন্তু সক্রিয় উদ্যোগের অভাবে স্বাধীনতা উত্তর দুই দশক কালেও কলেজ প্রতিষ্ঠিত হয়নি। অবশেষে ১৯৯০ ইং সনে কানাইঘাট ছাত্র কল্যাণ পরিষদ –এবং শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ, কানাইঘাটে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। এ উদ্যোগের ফলশ্রুতিতে অবশেষে ঢাকায় অবস্থানরত কানাইঘাটের সর্বস্তরের বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ ১৯৯০ইং সনের ১৫ই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব ডঃ জালালুর রহমানের বাসায় কলেজ স্থাপনের উদ্দেশ্যে মিলিত হন। ঐ সভার আয়োজক বৃন্দ ছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বর্তমান যুগ্ম সচিব জনাব এহসান-ই-এলাহী,